রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
Homeজাতীয়আসছে নতুন রাজনৈতিক দল

আসছে নতুন রাজনৈতিক দল

ডেস্ক রিপোর্ট

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এবং ‘জাতীয় নাগরিক কমিটি’ মিলে একটি মধ্যমপন্থি রাজনৈতিক দল ঘোষণা করবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে রংপুর কারমাইকেল কলেজে পীরগাছা ও কাউনিয়া উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিনের অপরাজনীতির বিপরীতে একটি নতুন রাজনৈতিক ভাষা নির্মাণের কাজ করছে। সেই ভাষার ওপর ভিত্তি করে দেশের মানুষকে একত্রিত করার চেষ্টা করছি আমরা।

গতকাল দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন এই দলকে এগিয়ে নিতে ও কার্যক্রমকে গতিশীল করবে।

তিনি বলেন, ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন এ দলটির নামকরণ এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত একশটিরও বেশি নাম প্রস্তাব এসেছে। যে নামটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং দলের লক্ষ্য ও উদ্দেশের সঙ্গে মিলে যাবে সেটি হবে দলের নাম। এখন পর্যন্ত ২০০ থানা কমিটি করা হয়েছে এবং জানুয়ারির মধ্যে ৪০০ থানা কমিটি হবার পর ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এবং ‘জাতীয় নাগরিক কমিটি’ মিলে একটি মধ্যমপন্থি রাজনৈতিক দল ঘোষণা করবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে রংপুর কারমাইকেল কলেজে পীরগাছা ও কাউনিয়া উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here