বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeঅন্যান্যজামালপুরে ভুমি দখল মামলায় আইনজীবীকে কারাগারে প্রেরণ, আদালতে হট্টগোল

জামালপুরে ভুমি দখল মামলায় আইনজীবীকে কারাগারে প্রেরণ, আদালতে হট্টগোল

জামালপুর প্রতিনিধি

আমাদের জামালপুর প্রতিনিধি জানান, জমি দখল করতে গিয়ে মারমারি মামলার প্রধান আসামী এক আইনজীবীকে কারাগারে প্রেরণের ঘটনায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার আসামীকে কারাগারে প্রেরণের এ আদেশ দেয়ার পর উক্ত ঘটনা ঘটে।

বুধবার বিকেলে মামলার আসামী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেয়ার পর আসামী পক্ষের শতাধিক লোকজন আদালত প্রাঙ্গনে তার মুক্তির দাবীতে স্লোগান দিতে থাকে এবং হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ আদালত থেকে সবাইকে বাইরে বের করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আসামীকে কারাগারে প্রেরণ করা হয়।

জানা গেছে, জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের চায়না বেগম জমি দখল ও মারধরের ঘটনায় একই এলাকার অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেনকে প্রধান আসামী করে গত বছরের ৭ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। এই মামলায় তিনি এতদিন জামিনে ছিলেন।

কোর্ট ইন্সপেক্টর আবুল হোসেন জানান, অর্ন্তবর্তী জামিন বাতিল করে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসনকে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি জানার পর তার লোকজন আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে তাদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে তাদের সরিয়ে দিয়ে আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়।

 

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here