তর্জনের সুখ শান্তি নাই
ঢেউগুলি কেবলই ছুইট্টা যাইতে থাকে তীরমুখে
গর্জনের নির্যাতনে
আছড়াইয়া পড়ে কূলে
অলক্ষী প্রাণ ডুইবা তলাইয়া যায়
ভাইসাও যায়
ফাইসাও যায়
যে কিনা বইসা থাকে
বাঁধ ভাঙ্গইন্না উপকূলে
নদীর আর ডর কি ?
রঙ বেরইঙ্গা পাল তুইল্লা দিক ভুইল্লা
বইয়া যায় গদাই লস্করীর চালে
শুধু হাল -বেহাল দেইক্ষা যায় মন
কি আছে কার কপালে …