শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
Homeঅন্যান্যজামালপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতালে হামলায় সাবেক যুবদল নেতাসহ গ্রেফতার ৫

জামালপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতালে হামলায় সাবেক যুবদল নেতাসহ গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক

জামালপুর শহরের একটি প্রাইভেট হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় সাবেক যুবদল নেতা এম শুভ পাঠানসহ ৫জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

সোমবার মধ্যরাতে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামীরা হলেন, জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া। গ্রেফতার হওয়া সকল আসামী জামালপুর শহরের বাসিন্দা।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এসময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ২৯ নভেম্বর রাতে জামালপুর শহরের সরদারপাড়ায় একটি বেসরকারি হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয়সহ মোট তিনটি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামীরা। সেই সময় ঘটনাটি শহরে ব্যাপক আলোড়ন তৈরি করে। এই ঘটনায় মামলার পর থেকে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। গত রাতে অভিযান পরিচালনা করে তাদের ঢাকার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। তবে অস্ত্র উদ্ধার করতে না পারায় আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সড়ক পারাপারের সময় হওয়া বাক বিতন্ডার জেড়ে হাসপাতালে হামলা ও ভাংচুর করা হয়েছে বলে জানিয়েছে আসামীরা। এছাড়াও আসামীরা প্রদর্শন করা আগ্নেয়াস্ত্রগুলো খেলনা পিস্তল বলে দাবি করলেও তাতে সন্তুষ্ট নয় পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন জেলা পুলিশ।

তথ্যসূত্র: সবুজ বাংলা

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here