জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী গ্রাম গুনারীতলায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি) বিকালে এই শীতবস্ত্র বিতরণ করেন “গুনারীতলা সামাজিক কল্যাণ ও মানবিক উন্নয়ন সংঘ”।
এতে সভাপতিত্ব করেন গুনারীতলা গ্রামের কৃতি সন্তান এবং গুনারীতলা হাইস্কুলের প্রাক্তন ছাত্র বৃহত্তর ময়মনসিংহ সিএন্ডএফ এমপ্লয়ীজ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম বাবু।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ফায়েজুল ইসলাম লাঞ্জু।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও ছাত্র সমাজ। এলাকার অসংখ্য শীতার্ত মানুষ এতে উপস্থিত হয়ে শীতবস্ত্র গ্রহণ করেন।