শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
Homeগণমাধ্যমমির্জা আজম থাকার খবরে ধানমন্ডির একটি বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

মির্জা আজম থাকার খবরে ধানমন্ডির একটি বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

অনলাইন ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার রাত ১০টার দিকে ধানমন্ডি ২৮ নম্বর রোডের ১৬ নম্বর বাসাটি প্রথমে ঘিরে ফেলে র‌্যাব।

রাজধানীর ধানমন্ডিতে নজরুল ইন্সটিটিউটের পাশে একটি বাড়ি ঘিরে গতকাল রাতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই বাড়িতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী মির্জা আজম অবস্থান করছেন, এই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে এখন পর্যন্ত তাকে পাওয়ার নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত ১০টার দিকে ধানমন্ডি ২৮ নম্বর রোডের ১৬ নম্বর বাসাটি প্রথমে ঘিরে ফেলে র‌্যাব। এরপর রাত সোয়া ১১টার দিকে র‌্যাব সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করলে অভিযান শুরু হয়। অভিযানে র‌্যাব, পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা অংশ নিয়েছেন।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম অভিযানের সময় জানান, র‌্যাবের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, তথ্য রয়েছে, আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ওই বাড়িতে থাকতে পারেন।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা এবং অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের সূত্র জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ওই বাড়িতে অভিযান চালানো হয়েছে। জানা গেছে, আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ওই বাড়িতে থাকতেন।
৫ আগস্ট সরকার পতনের পর তারা আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, মির্জা আজম সেখানে থাকতে পারেন।
মির্জা আজম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি একাধিকবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here