শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
Homeআইন-অপরাধজামালপুরে আইনজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

জামালপুরে আইনজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

অনলাইন ডেস্ক রিপোর্ট

জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষ নেওয়ায় আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) দুপুরে জামালপুর আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে আহতরা হলেন-হৃদয় (২৩), তারেক (২৩) শিশির (১৮) এদের মধ্যে মোয়াজ (১৯), হৃদয় (২৩) ও তারেক (২৩), ইমন (২০), ইশান (১৫), মোয়াজ (১৯), তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোয়াজ ঢাকায় জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন।
অন্যদিকে আহত আইনজীবীরা হলেন-আব্দুল আওয়াল (৫৫), ওমর ফারুক (৪৭), খলিলুর রহমান (৮০), নজরুল ইসলাম তরফদার (৫৫) ও আইনজীবীর সহকারী রুকনুজ্জামান (৪০)।
জানা গেছে, একটি ধর্ষণ মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে অংশ নেন অ্যাডভোকেট নজরুল ইসলাম তরফদার ও ওয়াহিদুজ্জামান। আসামিপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেওয়ায় ওই আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ইমন ও ইশানকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন আইনজীবীরা। এ ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন।
আহত মুয়াজ বলেন, একটি ধর্ষণ মামলার শুনানি হয় আজ। আসামির পক্ষ নিয়ে কয়েকজন আইনজীবী তাকে বাঁচানোর পাঁয়তারা করছিল। আদালত প্রাঙ্গণে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় আইনজীবী ও তাদের সহকারীরা আমাদের ওপর অতর্কিত হমলা চালায়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজুওয়ান বলেন, সকল আইনজীবীই মামলার কাজে ব্যস্ত ছিলাম। এমন সময় কিছু দুষ্কৃতকারী আদালতে প্রবেশ করে একটি মামলার বিষয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা কাটাকাটি করে ও পরে তাদের ওপর হামলা করে। এতে আমাদের কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
জামালপুরের সহকারী পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, আদালত চত্বরে ছাত্রদের সঙ্গে আইনজীবীদের ঝামেলা হয়েছে। বিষয়টি তদন্ত করে বলা যাবে কী হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আহত মোয়াজ ঢাকায় জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন।
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here