রাজশাহীতে নিজের তেলের দোকানে লাগা আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে দোকান মালিক আব্দুল আওয়াল (৫৫) নিহত হয়েছেন। আজ সোমবার উপজেলার মাদারিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাদারিগঞ্জ বাজারে আব্দুল আওয়ালের তেলের দোকানে আজ সকাল ১০টার দিকে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দোকান মালিক আউয়াল। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে দোকান পুড়ে যাওয়া দেখে মালিক হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি জানান, দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।