বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Homeঅন্যান্যসেদিন ছাত্র সমাজই যথেষ্ট ছিল, আজ সর্বস্তরের জনতাকে দেশ মাতৃকার সেবায় ঐক্যবদ্ধ...

সেদিন ছাত্র সমাজই যথেষ্ট ছিল, আজ সর্বস্তরের জনতাকে দেশ মাতৃকার সেবায় ঐক্যবদ্ধ জরুরি

সম্পাদকীয় বার্তা বাংলাদেশ ২৪ ডটকম

আমাদের সকলের প্রিয় জন্মভুমি প্রিয় দেশ বাংলাদেশ রক্তাক্ত হোক, কলংকিত হোক নিশ্চয়ই আমরা সুনাগরিক হিসেবে চাইবোনা। গুপ্তচর আর মুনাফেকের দল আজ ভারি হয়ে উঠেছে সমাজে তথা রাষ্ট্রে।

একজন সুনাগরিক হিসেবে আপনার আমার দায়িত্ব থাকবে এই মুনাফেকদেরকে চিহ্নিত করে আইনের হাতে সুপর্দ করা।

বাংলাদেশ আজ নানাবিধ সংকট পার করছে। সরকারে থাকা উপদেষ্টা মন্ডলী নাভিশ্বাস পরিশ্রম করে সংকট মোকাবেলার চেষ্টা করছে।

আসুন দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে নিরাপদে আনার নির্মিত্তে নিজেকে নিয়োজিত করি। এই লাল সবুজের পতাকায় ঘেরা দেশটাকে অর্থ বিত্তবানদের যতটা না প্রয়োজন তার চেয়ে অধিক প্রয়োজন আপনার আমার মত সাধারণ মানুষের। কারণ আমরা চাইলেইত আর ভিন দেশে উড়াল দিতে পারবোন!

দেশকে ওরাই বেশি সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তাদের না আছে দেশ প্রেম না আছে দেশের সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা। একটা দল আছে যারা অর্থের কাছে ঈমানকে বিক্রি করে দিচ্ছে।

আমি ইসকন বুঝিনা। আমি বুঝি দেশ প্রেম। যার মাঝে দেশদ্রোহীতা কাজ করে সে ইসকনের চেয়েও অধিক অপরাধি। এক ইসকনের মাঝে কত ইসকন যে জড়িয়ে আছে বেরির মত আপনি আমি তার বন্দু মাত্রও কল্পনায় আনিনি।

দেশীয় ইসকন ইন্দন দাতাদের সনাক্ত করুন। বাংগালী জাতি মেরুদণ্ডহীন কোন জাতি নয়।

আঠারো কোটি জনতার মৃত্যু হলেও একজন বাংগালীও যদি বেচে থাকে বীরের ন্যায় সেও যুদ্ধ চালিয়ে যাবে মাথানত করবেনা।

সেই বীরত্বগাথা বীরদেরকে নিয়ে খেলায় মেতেছে যারা সমুলে ধ্বংস করা জরুরি। নইলে আপনি আমি আমরা হারিয়ে ফেলবো স্বাধিনতা আর দেশ হারাবে তার লাল সবুজের ইতিহাস।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here