এ বিচার বাকী আছে হৃদয়ে আবু বকর। উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগের শাষণামলে যে ভয়ংকর হত্যাকান্ড, লুটপাট, টেন্ডারবাজি নানাবিধ অপকর্মের কথা স্মরণ করতে গিয়ে তিনি তার ফেইসবুক আইডির এক পোস্টে শহীদ আবরার হত্যাকান্ডের কথা বলেন। আরেক পোস্টে তিনি শহীদ আবু বকরের হত্যাকান্ডের কথা বলতে গিয়ে তিনি বলেন এর বিচার বাকি আছে।
জনাব আসিফ নজরুল এর পোস্টে যারা মন্তব্য করেন:
সাইফুল ইসলাম বলেন,গনহত্যা ও বড় বড় অপরাধ গুলো দায়ে পুরো আওয়ামী সন্ত্রাসীলীগ সহ তাদের দোসর দের ও সন্ত্রাসী সংগঠন তালিকা ভুক্ত করে নিষিদ্ধ করা উচিত..!!!
নীরবান হাসান নিশাদ বলেন, ছাত্রলীগ শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটা বাংলাদেশের হৃদস্পন্দন। হৃদস্পন্দন বন্ধ হলে যেমন মানুষ বাঁচে না! ঠিক ছাত্রলীগ না থাকলে বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব থাকবে না। আমরা বেঁচে থাকতে কখনোই সম্ভব না কোন দিনও সম্ভব না।
জয় বাংলা।
কাজী তৌহিদ বলেন, ছাত্রলীগ গত এক দশকে এদেশে ক্ষমতার দাপটে হত্যা,খুন,অপহরন, ধর্ষন, ছিনতাই,চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল,হলে নিরীহ চাত্রদের নির্যাতন,প্রশ্নপত্র ফাঁস সহ যাবতীয় অপরাধের হোতা।তাই ছাত্রলীগকে নিষিদ্ধ করা ছিল এদেশের শান্তি কামী আপামোর জনতার দাবি। এই দাবি বাস্তবায়নের জন্য অন্তরবর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই।