মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন। তিনি।
প্রিয়াঙ্কা জামানকে সম্প্রতি তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, জবাবে বলেন, আমি একজন ধার্মিক ছেলে খুছছি যেতে মনে রমত পেয়ে যাই তাকে বিয়ে করবো। এবংকি সেরকম কোন ধার্মীক বর যদি পেয়ে যাই প্রয়োজন হলে অভিনয় জগত থেকে বিদায় নিবো।
প্রিয়াংকা জামান বলেন, অভিনয়কে পেশা হিসেবে নিলেও ধর্মীয় ব্যাপারে আমি খুব সরিয়াস। ধর্মকেকে আমি বিশেষ গুরুত্ব দিয়ে অভিনয় করি।
প্রিয়াঙ্কা জামান নিয়মিত কোরআন পড়েন পড়েন এবংকি ফেসবুকেও অনুসারীদের নিয়মিতভাবে নামাজের আহ্বান করেন তিনি। প্রিয়াঙ্কার দাবি, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই ফজরের নামাজ পড়েছেন। পরবর্তীতে তাকে বিষয়টি জানিয়েছেন।