বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
Homeগণমাধ্যমনির্বাচন নাকি নির্বাসন || নুর এমডি চৌধুরী

নির্বাচন নাকি নির্বাসন || নুর এমডি চৌধুরী

সম্পাদকীয় পোস্ট

সনদের মোহে এনসিপির নতুন দল তৈরি এটা একটা যেমন বড় রকমের ভুল অনুরুপ বিএনপি, জামায়াত ও অন্যান্য ছোটছোট দলগুলো পদপদবী এমপি মন্ত্রীর ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়া আর আওয়ামীলীগ ও তাদের সমর্থকগোষ্ঠী সুকৌশলে রাজনীতির পথ তৈরি করে নেয়া এই সমীকরণের বর্তমান বাংলাদেশ।
এসব এমপি মন্ত্রী ভাগাভাগির দলগুলো বোকার স্বর্গে বসবাস করে বলেই মনে হয়। দলের এতোএতো বিজ্ঞ নেতারা আগেও যেমন ভুল স্বীদ্ধান্ত গ্রহণের কারণে পদে পদে মার খেয়েছেন এখনও খাবেন যা ইতিমধ্যে শুরু হয়্র গেছে। রীতিমতো অস্তিত্ব হারিয়ে যাবে কিছুকিছু দলের।
দেশে নেই আইন শৃংখলার উন্নতি, দেশজুড়ে আওয়ামী সমর্থকরা বারবার মাথা চাড়া দিয়ে উঠছে আর উনারা আছেন ক্ষমতার তালে। বলি যাদেরকে দিয়ে নির্বাচন সম্পন্ন করবেন তারা মুলত কার লোক একবার ভেবে দেখেছেন কি?
মনে করছেন এতই সহজ। নির্বাচন দিলেই এমপি মন্ত্রী হবেন! আমি ছোট মুখে বড় কথা না বলে পারছিনা যে এরা আসলে দেশ প্রেমিক নয় এরা সবাই ক্ষমতা লোভী। খাই খাই পার্টি।
জীবন দিয়ে একদল স্বাধীনতা আনতে না আনতেই বড় বড় দলগুলো ক্ষমতা কুক্ষিগত করার পায়তারায় মগ্ন। এতোদিনতো আশাই ছেড়ে দিয়েছিল দলগুলো। না পারছিলো শক্ত কোন প্রতিরোধ গড়তে না পারছিলো নিজেদের অবস্থান তৈরী করতে। একতরফা শাসন ব্যবস্থার যাতাকলে পিষ্ট হতে হতে ডুবে গিয়েছিল অন্ধকারেই তখন আর ক্ষমতার লোভ ছিলোনা এখন লোভে জিহবা ভরে পানি থৈথৈ করছে।
এরা কি প্রকৃতপক্ষে রাজনৈতিক দল? আমার সত্যিকার অর্থে দীর্ঘদিন এর অবলোকন আর পর্যবেক্ষনে কেন জানি মনে হয় এসব দলগুলোর দূরদর্শিতার বড়ই অভাব । সত্যিকার অর্থে এদের মধ্যে বিচক্ষণ রাজনৈতিক নেতা আছেন কিনা সন্দিহান।
আমার প্রশ্ন, ড. ইউনুস এখন কাদের সরকার? তার কি ব্যক্তিগত কোন দল আছে? সেতো তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হবেন যারা বড় বড় রাজনৈতিক দল।
হ্যা, রাজনৈতিক দলগুলোর উচিত ছিলো ইউনূস সরকারের হাতকে শক্তিশালী করে ধরা এবং পর্যায়ক্রমে আইনের বিধিমালা অনুযায়ী পথ পরিস্কার করা। উৎ পেতে বসে থাকা অগণিত আমলা প্রশাসনের বড়বড় পদধারীদের স্মুলে উৎপাটন করে একটা সবস্থিকর পরিবেশ আনয়ন করে তারপর ভাও নির্বাচন।
দেশ সামলাবে কি করে এতো বড় একটা ঝড়ের তান্ডবে দেশ নামক বৃক্ষটির ডালপালা ভেংগে কি বেহাল দশা সেসব ঠিক করার পাশাপাশি কিভাবে আইন শৃং্খলার উন্নতি করা যায় তা না করে ইউনূস তুই হদি ছাড় গদি কি তোর বাপদাদার।
চলমান পাতা..১
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here