ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, ২৪-এর রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র ও যুব সমাজ।এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ।
তিনি জাতীয় পতাকার নিরাপত্তা নিয়েও মন্তব্য করে বলেন, আমি মনে করি এই তরুণদের হাতেই আমার দেশের লাল সবুজের পতাকা যথাযথ নিরাপদ।
। তিনি বলেন, তরুণ প্রজন্মকে কুরআন-হাদীসের আলোয় আলোকিত করতে হবে। তাহলে দেশ-জাতি সমাজ হবে সমৃদ্ধশালী উপকৃত হবে এদেশের প্রতিটি মানুষ।
শনিবার রাতে সিলেট এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন।
তাফসীর পেশকালে ড. মাওলানা মিজানুর রহমান আজহারীআরও বলেন, ইসলাম হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। আমরা কুরআন হাদীসের আলোকে কথা বলি। মানুষকে সচেতন করাই দ্বীনের দ্বায়িদের কাজ।
একটি মাহফিলে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে একটি রাজনৈতিক দলের বন্ধুগণের বিতর্ক ছড়িয়ে দিচ্ছে আমি মনে করি ইহা বাক-স্বাধীনতার পরিপন্থী। অথচ আমি কোনো দলের নাম উল্লেখ করিনি। এসব ভুলে আমাদের সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।
ড. আজহারী বলেন, আমাদের নিয়ে যারা হিংসা করেন, সমালোচনা করেন আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের স্লোগান হচ্ছে- হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এটাই ইসলামের সুমহান শিক্ষা।