রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
Homeঅন্যান্যভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে 'কঠোর অবস্থানে'র ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে ‘কঠোর অবস্থানে’র ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইন থেকে দেড়শ গজের মধ্যে ভারতকে কোন কাজ করতে দেয়া হবে না। এর মধ্যে তিনটি জেলার পাঁচটি সীমান্তে বিএসএফকে কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

একই সাথে সীমান্ত বিষয়ে সমঝোতা স্মারকগুলো লঙ্ঘন করে ভারত যেসব কাজ করতে চেয়েছিল সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অবস্থান সম্পর্কে অবহিত করবে। আমাদের বিজিবি শক্ত অবস্থান নেয়ায় তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। বিজিবিকে সতর্কাবস্থায় রাখা হয়েছে, ঢাকায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং ডাকা হয়।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তিনটি জেলার কয়েকটি সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কয়েকটি স্থাপনা নির্মাণ কাজ নিয়ে আপত্তি তোলার পরই সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়।

বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকো সীমান্তে সীমান্ত রক্ষীদের সাথে গ্রামবাসীরা জড়ো হয়েতীব্র প্রতিবাদ করার ভিডিওট সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বিষয়টি আলোচনা আসছে বারবার।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে নানা ইস্যুতে টানাপোড়েনের মধ্য দিয়েই নতুন করে আবার সীমান্ত ইস্যুটি সামনে এসেছে।

বিশেষ করে ভারতীয় সীমান্ত রক্ষীরা কয়েকটি এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরুর পর বাংলাদেশের তরফ থেকে তীব্র প্রতিবাদ করা হয়।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here