সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
Homeঅন্যান্যসীমান্তে উত্তেজনা কমাতে বিশেষজ্ঞদের পরামর্শ

সীমান্তে উত্তেজনা কমাতে বিশেষজ্ঞদের পরামর্শ

ডেস্ক রিপোর্ট

৭৫’এর নীতিমালা মেনে চললেই এড়ানো যায় সীমান্ত উত্তেজনা। বাংলাদেশের তা মনে করিয়ে দেয়া উচিত ভারতকে। এমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা

বিএসএফের বেড়া নির্মাণ ঘিরে দুই দেশের সীমান্তের মানুষের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন তারা।

বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ কেন্দ্র করে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ সীমান্ত এলাকায় দুই দেশের সাধারণ মানুষের উত্তেজনাকর উপস্থিতি।

বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ কেন্দ্র করে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ সীমান্ত এলাকায় দুই দেশের সাধারণ মানুষের উত্তেজনাকর উপস্থিতি।

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আগের তুলনায় একেবারেই বিপরীতমুখী বাংলাদেশ-ভারত সম্পর্ক। যার সবশেষ নজির বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ কেন্দ্র করে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ সীমান্ত এলাকায় দুই দেশের সাধারণ মানুষের উত্তেজনাকর উপস্থিতি।

এমন অবস্থায় বিজিবির প্রতিবাদের মুখে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে দেয় বিএসএফ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ভারতের হাইকমিশনারকে।

বিশ্লেষকরা বলছেন, সীমান্ত এলাকায় যাতে উত্তেজনা আর না বাড়ে সে জন্য রাখতে হবে বাড়তি সতর্কতা। সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ না করার যে কথা বলা হয়েছে বাংলাদেশ-ভারতের ১৯৭৫ সালের সীমান্ত নীতিমালায় সেটিকে সম্মান জানানো উচিৎ দিল্লির।

সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির বলেন, যেহেতু এখানে জনগণ সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তাই বিষয়টা হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। দুই দেশেরই নীতিগত পর্যায়ে যে যোগাযোগ হয় সেক্ষেত্রে এই বিষয়টাকে মাথায় নিয়ে, উত্তেজনা যাতে না বাড়ে সেজন্য উদ্যোগী হওয়া প্রয়োজন।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here