বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeঅন্যান্যবর্ষীয়ান মানুষটি মৃদু হেসে আমার চোখের ভেতরে তাকাল। তারপর বলল, সে জানে...

বর্ষীয়ান মানুষটি মৃদু হেসে আমার চোখের ভেতরে তাকাল। তারপর বলল, সে জানে না আমি কে, কিন্তু আমি তো জানি সে কে!

সিমি

তার বয়স ৮৫। যখনই কোথাও যায়, তখনই সে তার স্ত্রীকে হাত ধরে টেনে সাথে করে নিয়ে যায়।

আমি তাকে জিগ্যেস করলাম, তোমার স্ত্রীর এমন বিভ্রান্ত অবস্থা কেন? সে কি একা একা কোথাও যেতে পারে না? সে উত্তর দিলোঃ সে একজন আলঝেইমার রোগী।

আমি বললাম, তুমি যদি তাকে ছেড়ে চলে যাও, তাহলে সে কি খুবই কষ্ট পাবে? সে উত্তর করল, আমার স্ত্রী কিছুই মনে করতে পারে না…..আমি কে তাও সে জানে না। অনেক বছর ধরেই আমাকে আর চেনে না সে।

বিস্মিত হয়ে বললাম, তারপরও প্রতিদিন তুমি তাকে হাত ধরে গাইড করে নিয়ে যাচ্ছ, যে তোমাকে চেনেই না!

বর্ষীয়ান মানুষটি মৃদু হেসে আমার চোখের ভেতরে তাকাল। তারপর বলল, সে জানে না আমি কে,
কিন্তু আমি তো জানি সে কে।
“সে হলো আমার জীবনের ভালোবাসা!”

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here