শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Homeঅন্যান্যআমি তো চেয়েছিলাম

আমি তো চেয়েছিলাম

নুর-উন-নাহার মেরী লেখিকা, কবি ও সাহিত্যিক জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভার্জিনিয়া, আমেরিকা থেকে

আমি তো চেয়েছিলাম ভোরের শিউলীর মত
সু্ন্দর ,শুভ্র ,সুরভিময় একটি নির্মল জীবন
যা চন্দন চর্চিত সুবাসে ভরিয়ে রাখবে আমার ভূবন
আমিতো চেয়ে ছিলাম এমন একটি জীবন
যেখানে থাকবেনা কোন মনের মলিনতা,
জীর্নতা, আর দৈন্যতার এতোটুকুনও স্পর্শ
আমিতো চেয়েছিলাম স্বপ্ন দিয়ে সাজানো
একটি সু্ন্দর, স্বমৃদ্ধ ,আলোকিত পৃথিবী
যে পৃথিবীতে থাকবেনা কোন ধর্ম বর্ণ
সংস্কৃতির বৈষম্য আর বিভেদ
থাকবে শুধু মানুষের প্রতি
মানুষের ভালোবাসার অবিরাম ফাল্গুনধারা
আমি তো চেয়েছিলাম স্নেহ ,মায়া ,
মমতার নিবিড পরশে জডানো
একটি সু্ন্দর , সিক্ত ও সফল জীবন
কিন্তু দিন শেষে আজ মনে হয়-
তিলে তিলে গড়া আমার সেই স্বপ্নসৌধ
ভেঙ্গে চূর্নবিচূর্ন হয়ে গেছে
আজ কেবলি মনে হয় আমার স্বপ্নের
সেই পৃথীবি থেকে আমি যেন
অনাদরে নিক্ষিপ্ত হয়েছি দূরে, বহু দূরে
প্রেম ভালোবাসাহীন এক রুঢ
বাস্তবময় জীবনে মুখোমুখি
যেখানে বৈশাখের রুদ্রতা ,চৈত্রের রুক্ষতা
আর তাপদাহ ছাড়া কিছুই নাই।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here