সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট ড্র লটারিতে ৬৫ কোটি টাকা জিতেছেন আবুল মনসুর আব্দুল সবুর নামের এক বাংলাদেশি প্রবাসী। তিনি জানান ১৭টি বছর ধরে এই লটারির পিছনে ছুটছি তো ছুটছি কিন্তু কখনও জয়ের মুখ দেখতে পাইনি । অবশেষে স্বপ্নের সেই লটারি বিশাল জয় ধরা দিলো তাকে।
আব্দুল সবুর জানান, সবশেষ ইচ্ছা পূরণে বন্ধুদের সঙ্গে মিলে পাঁচটি টিকিট কিনেছিলেন। এর মধ্যে একটি লটারিতে বিজয়ী হয়েছেন তিনি। এতে করেই ঘুরে গেছে তার ভাগ্যের চাকা। আব্দুল সবুর পেশায় একজন ডেলিভারি ড্রাইভার। আরব আমিরাতের আবুধাবিতে থাকেন তিনি।
বাংলাদেশি এ প্রবাসী বলেন, প্রথমে তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে ৬৫ কোটি টাকা লটারিতে জিতেছেন তিনি। বিজয়ী হওয়ার পর যখন তাকে ফোন করা হয় তখন তিনি রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিলেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে আব্দুল সবুর বলেন, আমি এতটাই আনন্দিত হয়েছিলাম যে, মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম।
লটারিতে পাওয়া অর্থ দিয়ে কী করবেন তিনি জানতে চাইলে বলেন, পরিবারকে সহায়তা করবেন এবং নিজের স্বপ্নের ব্যবসা শুরু করবেন।