দেশ ও জনগণের মংগল চাইলে সবাইকে এই মুহূর্তে নিঃস্বার্থভাবে এগিয়ে আসতে হবে। অনেক ত্যাগের ফসলকে ঘরে তুলতে হলে আরও অনেক অনেক ত্যাগী মানুষ চাই,সাহসিকতা চাই, চাই সহনশীলতা। যা এগিয়ে নিয়ে যেতে পারে দেশকে শান্তির শ্যামল প্রান্তরে। এর জন্য এগিয়ে আসতে হবে সবার। প্রতিহত করতে হবে ওদের যাদের বিষদাঁত গজিয়েছে, উপড়ে ফেলতে হবে। নস্যাৎ করে দিতে হবে দেশদ্রোহী মনোভাব।
আর এর জন্য দেশ নেতার চাই উত্তম পরিকল্পনা চাই উত্তম পদক্ষেপ। যেখানে পা ফেলতে হবে তীক্ষ্ণতার সাথে দূরদৃষ্টির সাথে।
বার্তা বাংলাদেশ২৪ ডটকম এর সম্পাদক বলেন, দেশ কোন ব্যক্তি বিশেষ নয়। একজন দেশ শাষক যখন নীতিবান হয় যখন সমস্ত আগাছা উপড়ে ফেলার পরিকল্পনা গ্রহন করেন তার আগে তিনি প্রতিটি ভিত্তি প্রস্তর মজবুত আছে কিনা ঝাকি দিয়ে চেক করে নেন। নতুন আরও কিছু পরিকল্পনা প্রস্তুত রেখে বাস্তবায়নে উপনীত হন।
বার্তা বাংলাদেশ২৪ ডটকম এর সম্পাদক আরও বলেন,আমার দেশের বীর ছাত্র জনতার প্রতি লাখো লাখো লাল সবুজের পতাকা উড়িয়ে সালাম করি। শ্রদ্ধা জানাই তাদের সাহসিকতার দৃষ্টান্তের প্রতি।
কি হৃদয়বান প্রাণের মানুষ তারা যারা বুলেটের মুখে নিশ্চিত মৃত্যু জেনেও বোক পেতে দিয়েছেন দেশ বাচুক। আমার একটা প্রাণের বদৌলতে লাখো কোটি প্রাণ বাচুক। স্বাধীনতা ফিরে আসুক ফিরে আসুক ফের গণতান্ত্র।
সেই সকল বীর শহীদের প্রতি আমার এ দেশ এ দেশের মাটি, সবুজ শ্যামল বৃক্ষ লতা পাতা ফুল ফল নদীর জল আগেও ঋনী ছিল বেশ এবারোও বহুলাংশে ঋনী । দেশের আঁঠারো কোটি মানুষ ঋনী।
আর যারা প্রাণে বেঁচে গেছেন তাদের কাছেও আমরা কোন অংশেই কম ঋনী নই। নয়। যারা বেচে আছেন তারা কি জানতেন বুলেট তাদের বক্ষকে কভু ছুবেনা। তারা কি জানতেন মৃত্যু তাদের অদৃষ্ট কেড়ে নিবেনা। না তারা জানতেননা।তারা মৃত্যুঞ্জয়ী। তারা আমাদের দেশের জন্য এক একটা শক্ত পিরামিড। এক একটা স্তম্ভ।