শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Homeগণমাধ্যমগ্রাফিতি || জাকির আবু জাফর

গ্রাফিতি || জাকির আবু জাফর

কবি ও সাহিত্যিক

যখন চারিদিকে মৃত্যু আর মৃত্যু লাশ আর লাশ
যখন দিকে দিকে টগবগে বিক্ষোভ বিস্ময়
প্রতিরোধের উত্তাপে ফুটন্ত বিপ্লব
সেই জুলাই বিপ্লবের আগুনঝরাদিন!
হৃদয় নিংড়ানো রঙের আঁচড়ে
তখনই জন্মালো গ্রাফিতি!
এমন এঁকেছে কি পৃথিবীর কোনো বিপ্লবের তুলি!

ঢাকার প্রতিটি দেয়াল গ্রাফিতির
একেকটি বর্ণিল পৃষ্ঠা
প্রতিবাদ- বিক্ষোভের বিশাল ক্যানভাস
হৃদয়গ্রাহী স্লোগান, কবিতার বারুদ যেনো
কোটি কণ্ঠের সমস্বর!
বৈষম্যহীন আন্দোলনের এ এক শিল্পীত রূপ!

শিল্পকর্মে জ্বলে উঠলো একেকটি বাক্য
একেকটি স্লোগান, তীব্র তীক্ষ্ণ বুলেট,
বিঁধে গেলো ফ্যাসিস্ট স্বৈরিনির বুকের শিরায়
আগ্নেয়াস্ত্র পরাজিত এসব গ্রাফিতির
রেখার কাছে!

রাজপথের দেয়াল প্রাসাদের পাঁজর এবং পিচপথের কালো দেহে গ্রাফিতির সমগ্রতায় জড়ানো সাহসের প্রাণ!
চোখ উল্টিয়ে জগতবাসী দেখলো-
দুনিয়ার গ্রাফিতির রাজধানী বাংলাদেশ!

গ্রাফিতির মতো এমন অস্ত্র আমি আর দেখিনি!

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here