হৃদরোগকে গুরুত্ব দেওয়া শুধু বয়স্ক মানুষদের জন্যই নয়। বয়স্ক মানুষদের জন্যই যেমন সতর্কতার বিকল্প নেই অনুরুপ অপ্রাপ্ত বয়স্কদের জন্যও সতর্কতার বিকল্প নেই। এ বছরের হার্ট এর প্রতিপাদ্য স্লোগান “ইউজ হার্ট ফর অ্যাকশন’
শিশু থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সের মানুষই আক্রান্ত হতে পারে হৃদরোগে। তাই হৃদরোগকে উপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞরা।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মুকুট হলে চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ, সোসাইটি অফ অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডেস্ক ফাউন্ডেশন এবং বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত একটি সাইন্টিফিক সেমিনারে বক্তারা হৃদরোগ ও এর আধুনিক চিকিৎসা নিয়ে এসব কথা বলেন।
সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম। উদ্বোধনী সেশনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস প্রফেসর জাহিদুল হক, একাডেমিক এবং রিসার্চ কমিটির চেয়ারম্যান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল মামুন মুস্তাফিজ (অব.)।
চারটি সাইন্টিফিক সেশনে মোট ১৫টি প্রবন্ধ এবং ইন্টারেস্টিং কেস উপস্থাপন করা হয়। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বক্তারা শিশুদের বিভিন্ন হৃদরোগের চিকিৎসাসংক্রান্ত সমস্যা এবং এর সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল শফি মজুমদার, ডা. সোহরাবুজ্জামান, অধ্যাপক মীর জামাল উদ্দিন, অধ্যাপক এ বি এম আব্দুল সালাম, প্রফেসর ডা. মো. খালেদ মহসিন, বিশিষ্ট কার্ডিয়াক সার্জন মেজর জেনারেল প্রফেসর মুসা খান (অব.), অধ্যাপক কাজী আবুল হাসান, অধ্যাপক শরিফুজ্জামান, প্রফেসর ডা. মো. আব্দুল হান্নান, প্রফেসর ডা. এ কে এম সামসুদ্দিন, ডা. রোকনুজ্জামান সেলিম, ডা. মো. শওকত আলী, প্রফেসর ডা. মো. ফাইজুস সাজ্জাদ। বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর মো. হানিফ, প্রফেসর আবিদ হোসেন মোল্লা, প্রফেসর মোহাম্মদ তৌফিক প্রমুখ।