সোমবার (২৮ অক্টোবর) প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। তাকে বলা হয়েছিল, অধিনায়কত্ব নিতে প্রস্তুত আছে কি না?
জবাবে বাঁহাতি এই স্পিনার সাফ জানিয়ে দিলেন, ‘যেহেতু ১০ বছর ধরে খেলছি, অধিনায়কত্ব নিতে আমি পুরোটাই প্রস্তুত।’
এই টাইগার স্পিনার বলেন আমি একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে আমার অবদান রাখাটা আমার ব্যক্তিগত ভাবেই দায়িত্ব বলে মনে করি।‘যদি ব্যক্তিগত ভাবে বলি, ইম্প্লিমেন্ট করতে পাকিস্তানের বিপক্ষে খেলে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি দলের জন্য কাজে লাগাতে চাই।
তাইজুল ইসলাম আরও বলেন, ‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। অধিনায়ক প্রায় ব্যাচগুলোতেই আমাকে জিজ্ঞেস করে থাকেন আমি ইম্পলিমেন্ট করে থাকি।