সোমবার, জানুয়ারি ৬, ২০২৫
Homeঅন্যান্যমেহজাবীন চৌধুরীর ফেইজবুক আইডিতে পোস্ট এবং পরবর্তী ঘটনা

মেহজাবীন চৌধুরীর ফেইজবুক আইডিতে পোস্ট এবং পরবর্তী ঘটনা

ডেস্ক রিপোর্ট

আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই। আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।

কিন্তু চট্টগ্রামে শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েও অংশ নিতে না পেরে ফিরে এলেন এই ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার বিকেল বেলায় চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের রিয়াজউদ্দিন বাজার এলাকায় “খুকি লাইফ স্টাইল” নামের একটি শোরুমের উদ্বোধন করার কথা ছিল মেহজাবীন চৌধুরীর।

এলাকাবাসীর অভিমত, অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানায় ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’। এই নামে একটি ব্যানারও ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা যায়।

ব্যানারে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শোরুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। বিষয়টি শোরুম কর্তৃপক্ষ আমলে নিয়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করেন কিন্ত ততক্ষণে মেহজাবীন চৌধুরী পৌঁছে গিয়েও অনুষ্ঠানে যোগ দিতে না পেরে ফিরে আসেন ঢাকায়।

রিয়াজউদ্দিন বাজারের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব জানান, বিষয়টি নিয়ে তিনি কিছুই জানেন না।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here