আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানে হেরে শুরু করেছে বাংলাদেশ। এদিকে এমন হারের পর দুঃসংবাদও পেয়েছে বাংলাদেশ দল। গতকাল সিরিজের প্রথম ম্যাচে কিপিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। এ কারণে গতকাল ব্যাটও করেছেন ৭ নম্বরে।
আঙুলের এই চোটের কারণেই আফগানদের বিপক্ষে বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা যায়, আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষদিকে, উইকেটের পেছনে বল ধরতে গিয়ে বাম তর্জনীর ডগায় চোট পান মুশফিক। ম্যাচের পরে এক্স-রে রিপোর্টে দেখা যায় আঙুলের জয়েন্টে চিড় ধরা পড়েছে।
তবে মুশফিকের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর আসার একদিন পরেই আরও বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন এই উইকেটকিপার। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ তাঁদের এক প্রতিবেদনে বিসিবির নির্বাচকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবির নির্বাচক প্যানেলের এক সদস্যকে উদ্ধৃত করে ক্রিকবাজ লিখেছে, ‘ও (মুশফিক) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছে না।’
নির্বাচক ক্রিকবাজে আরও জানান, মুশফিকের সুস্থ হতে এক মাস বা তার চেয়ে বেশি সময় লাগবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও এই ৩৭ বছর বয়সী ক্রিকেটারের ফিরবেন কি না তা-ও নিশ্চিত নয়। কিন্তু আশাবাদী নির্বাচক বলেন, ‘ওয়ানডে সিরিজের জন্য আমাদের হাতে সময় রয়েছে। ওর অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত জানাব।’
আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের ক্যারিবিয়ান সফর। এরপর ৮ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ও ১৫ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।