সোমবার, জানুয়ারি ৬, ২০২৫
Homeঅন্যান্যকবি হেলাল হাফিজের স্মৃতি চারণে কিছু কথা: মাহবুব শওকত

কবি হেলাল হাফিজের স্মৃতি চারণে কিছু কথা: মাহবুব শওকত

নুর এমডি চৌধুরী, সম্পাদক, বার্তা বাংলাদেশ ২৪ ডটকম

দিনটিতে বিষন্নতার ছায়া পড়েছিল হয়তো কবি জানতেন আজ বুঝি প্রদ্বীপ নেভার দিন… অবশেষে প্রেমের কবি, দ্রোহের কবি মরমি কবি হেলাল হাফিজ ইহধাম ত্যাগ করলেন। আহত করে গেলেন কবিতার অংগন। তার স্মৃতি চারণ করতে গিয়ে বিজ্ঞ লেখক মাহবুব শওকত তার ফেইসবুক পোস্টে লিখেন:

#কবি_হেলাল_হাফিজ_আর_নেই

“কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট !

লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
‘মালটি-কালার’ কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থাকা অবস্থায় এক বিকেলে একটা জরুরী কাজে জাতীয় প্রেস ক্লাবে গিয়েছিলা। তখন এরশাদ কিছুদিন হলো ক্ষমতায় এসেছেন। সেদিন প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে দাড়িওয়ালা এক ভদ্রলোক স্বরচিত উপরের কবিতাটি পাঠ করে শোনাচ্ছিলেন। সকলের ন্যায় আমিও মন্ত্রমুগ্ধা হয়ে শুনেছি সেদিন। প্রথম ছবিটির চেহারায় এবং পোশাকে সেদিন ছিলেন।

দ্রোহ ও প্রেমের সেই কবি আর নেই। আজ ১৩ ডিসেম্বর’ ২০২৪ বিকেল ৪:০০ টা নাগাদ অনন্তলোকে তিনি পারি জমিয়েছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

কবি হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুলশিক্ষক আর মা কোকিলা বেগম গৃহিণী।

মাহবুব শওকত সাহেবের পোস্ট পড়ে Abdullah Jamil পোস্টে মন্তব্য করে লিখেন- ওনার সাথে প্রেস ক্লাবের ক্যান্টিনে একবারই দেখা হয়েছিলো ২০১৩ সালে। তাঁর স্বল্প লেখা কবিতার পঙ্তিমালা মানুষের মুখে মুখে। আর কোনো কবির কবিতার লাইন এতো বেশি মানুষ কোট করে কিনা জানি না। তাঁর আত্মার শান্তি কামনা করি।

 

জনাব মাহবুব শওকত কবির স্মৃতি চারণে আরেকটি পোস্টে তুলে ধররেন কবি হেলাল হাফিজের জীবনে ঘটে যাওয়া কিছু স্মৃতিময় কথা:

#তসলিমাকে_নিয়ে_স্মৃতিকাতর_হয়েছিলেন_কবি_হেলাল_হাফিজ

এ কবির সঙ্গে জনপ্রিয় নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনের বন্ধুত্বের কথা সাহিত্য সমঝদারদের অজানা নয়। ২৫ আগস্ট,২০১৭ শুক্রবার তসলিমার জন্মদিন। এ উপলক্ষে ফেসবুকে তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজ। তসলিমার সঙ্গে নিজের পুরনো দিনের একটা ছবি শেয়ার করে অকৃতদার এই কবি লিখেছিলেন, ‘স্মৃতিকাতরতা’।

২৫ আগস্ট, ১৯৮৮ সাল। তসলিমা নাসরিনের জন্মদিনে ময়মনসিংহের অবকাশ নিবাসালয়ে হেলাল হাফিজ ও তনা’র একটি ছবিও দিয়েছিলেন। এরপর তসলিমাকে নিয়ে নিজের একটা কবিতা তুলে দেন- ভালোবেসেই নাম দিয়েছি ‘তনা’,/মন না দিলে ছোবল দিও/তুলে বিষের ফণা! – হেলাল হাফিজ।

পোস্টের শেষে তসলিমার একটা কবিতা- আমার মাথার মাপে এ তোমার বানানো দরোজা/কাঁধের মাপে তুমি,/আমার বুকের মাপে গড়ে দিও দীর্ঘ ভালোবাসা/পায়ের মাপে ভূমি। -তসলিমা নাসরিন।

আজ একজন পরলোকে, অন্যজন ভিন্ন দেশে।৷

(তথ্যসূত্র: কালের কন্ঠ, ২৫ আগস্ট ২০১৭)

 

 

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here