রাজনৈতিক তর্ক বির্তকের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন, চুরি ও লুটপাটের ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, বিএনপির ক্ষমতায় গেলে ভারতের সাথে হওয়া অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। আর আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাত থেকে শুধু ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকা গায়েব করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিদ্যুৎ ও জ্বালানিখাত নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিলো বরাবরই চরম গোপনীয়তার। এ খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন রেখেছিল শেখ হাসিনা সরকার।
বিদ্যুৎখাতে হাসিনা সরকারের দুর্বৃত্তপনা আর লুটপাটের ফিরিস্তি তুলে ধরতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন ১৫ বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসায় রূপ দিয়েছিলো আওয়ামী লীগ।
তিনি বলেন, শুধু বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে ১৫ বছরে লুটপাট করা হয়েছে ১ লাখ কোটি টাকা। জানান শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই পাচার হয়েছে ৫শ মিলিয়ন ডলার।
এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সকল অসম চুক্তি পুরর্মূল্যায়ন করা হবে।