বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Homeআর্ন্তজাতিকবাংলাদেশের নীল ছবির অভিনেত্রী রিয়া বারদে গ্রেপ্তার

বাংলাদেশের নীল ছবির অভিনেত্রী রিয়া বারদে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট ২৭ সেপ্টেম্বর ২০২৪

ভারতে বাংলাদেশের নীল ছবির নায়িকা গ্রেপ্তার হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম তাকে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে পরিচয় দিচ্ছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই তরুণীর নাম রিয়া বারদে। তিনি আরোহি বারদে এবং বান্না শেখ নামেও পরিচিত। রিয়া অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা এবং যৌন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে অভিযুক্ত। গ্রেপ্তারের পর রিয়াকে মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরের উল্লাসনগরের হিললাইন পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও নিউজ-১৮ এর প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্র পুলিশ ভারতের জাল পাসপোর্ট এবং অন্যান্য জাল নথিপত্রসহ রিয়াকে গ্রেপ্তার করে। বাংলাদেশি নাগরিক রিয়া পরিবার নিয়ে মুম্বাইয়ের আম্বারনাথ শহরের নেভালিতে অবৈধভাবে বসবাস করছিলেন। ভারতীয় এক ব্যক্তিই তাকে জাল পাসপোর্ট ও নথি বানাতে সহযোগিতা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার মা, ভাই এবং বোনের খোঁজ পাওয়া যায়নি। একটি সূত্র পুলিশকে জানিয়েছে, তারা কাতারে পালিয়ে গেছেন।

তদন্তে আরও জানা যায় সেখানকার এক স্থানীয় ব্যক্তি রিয়া এবং তার তিন সহযোগীর জন্য ভুয়া কাগজপত্র তৈরি করেন। যেন তিনি ভারতে থাকতে পারেন। হিললাইন পুলিশ রিয়া এবং চারজনের বিরুদ্ধে দুটি ধারায় মামলা করেছে। এসবের সঙ্গে জড়িত সবাইকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

পুলিশ বলছে, রিয়া এবং তার সহযোগিদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট-১৯৪৬ এর ধারা ১৪ (এ) ও ভারতীয় দণ্ডবিধির অধীনে একটি মামলা করা হয়েছে। বাকিদের অবস্থান জানতে তদন্ত করছে পুলিশ। ভারতে থাকলে অবশ্যই পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হবে। এ ছাড়া রিয়ার কাছে পাওয়া নথি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, রিয়াকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি তার মায়ের সঙ্গে থাকতেন। তার মা এক ভারতীয়কে বিয়ে করেছেন যেন তারা সেখানে থাকতে পারেন

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here