শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Homeসাহিত্যপরম প্রকৃতি

পরম প্রকৃতি

হাসিদা মুন Ii কবি ও সাহিত্যিক

পরম প্রকৃতি
হাসিদা মুন
জগতের প্রান্তগুলো ছুঁয়ে কাছে এলো
একনাগাড়ে চেয়ে থাকা আমার দৃষ্টি
পর্দা দিয়ে গভীরতা ঢাকা রহস্যের
ভিতরে জমা বিকৃত সত্যগুলি দেখি
উপলব্ধির চোখে মন মাতানো প্রতীক
আকাশের মেঘ দিয়ে আকাশ মেঘলা
মাটির পানি মাটিতেই হয় ঘোলা
অস্তিত্বের মধ্যেই লুকানো অনস্তিত্ব
আকারের বাইরে নয় তো নিরাকার
মহাবিশ্ব বিশালতায় নিজেই শূন্য
নিজের ভিতরেই থাকে পাপ ও পূণ্য
হৃদয়ের জটিলতায় হৃদয় অসহায়
মহাবিশ্বের সারাংশ পৌঁছে দেখেছি
শূন্যতার প্রতিটি বিন্দুর মধ্যে মিথ্যা
শূন্যতার চারিদিকে কোনো প্রান্ত নেই
জগত ও জীবনের কোনও শেষ নেই …
সত্যের সারমর্ম বিভিন্ন রকমের
উপলব্ধির আলো বাইরে ছড়িয়ে পড়ে
প্রতিফলিত রঙের হাজার টুকরো
কেবল উবে যায় মিথ্যার জলছবি
একটি মাত্রায় আমিও স্ব অস্তিত্বের
ধারণার সত্যতায় সে রঙিন অতি
আমার সত্যে আমিই – পরম প্রকৃতি …

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here