মানুষের সাথে সাথে সময়ও
একসময় বৃদ্ধ হয়ে যায়
নীলাকাশ মেঘের ছায়ায়
ঢেকে নেয় তার উজ্জ্বল রঙ
প্রকৃতিও আড়াল করে তার শোভাবর্ধন
মমতার সান্নিধ্যে বেড়ে উঠা ঔরসজাত শিশুগুলো
মা বাবা নামের মধুর সম্পর্কটিকে বন্দী করে দেয়
বৃদ্ধাশ্রম নামের কারাগারটিতে
হায়রে জীবন!
রঙ তুলির রঙিন আঁচড়ে যাকে রাঙালাম
হৃদয়ের সব ক’টি মমতা দিয়ে যাকে সাজালাম
সেও আজ পালিয়ে বেড়ায় একাকীত্বতা দিয়ে
হারিয়ে যায়।
পাখির সুমধুর ডাক আর শোনা হয়না কস্মিনকালেও
অধরামৃত প্রাণ চোখ বুজে নির্বাক কাঁদে
একটু সান্নিধ্য একটু কথা একটু গল্প খুঁজে
কিন্তু তার আর সময় কই!
আবহমানকাল জীববৈচিত্র্যের সৌন্দর্যে সবাই মজে
একদিন আমিও মজেছিলাম
মেঘের কোলে ভেসে ভেসে
রৌদ্রস্নাত প্রকৃতিকে উপেক্ষা করে
পাড়ি দিয়েছিলাম সহস্র মাইল পথ
আজ ধুৃঁঁধুঁ প্রান্তর!
অথৈ জলরাশিতে ভরা
সমুদ্র আর ধুৃঁঁধুঁ বালুচর
অরণ্য জলধারা আর দেখা হয়না
দেখা হয়না সমুদ্রের
তিমিরের তীব্রতায় কেটে যায় বাকিটা সময়
সময় তুমি বড্ড যাযাবর