শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Homeগণমাধ্যমগণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণার পূর্বে সবার সঙ্গে পরামর্শ করা হবে: উপদেষ্টা নাহিদ...

গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণার পূর্বে সবার সঙ্গে পরামর্শ করা হবে: উপদেষ্টা নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনার করেই গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে।

সোমবার (০৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি বলেন, সাংবাদিক পেশা হবে স্বাধীন। ইতিপূর্বে সাংবাদিকদের সাথে যে আচরণ করা হয়েছে তা গণতান্ত্রিক রাষ্ট্রের চরম পরিপন্থী। ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের বেতন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান ঠিকমতো বেতন দেয় না, আর ঠিকমতো বেতন না দিলে পেশাদারিত্ব ঠিক থাকে না। ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের বেতনের বিষয়টিও নিশ্চিত করতে হবে।

তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে। সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করা এবং তরুণদের আগ্রহী করে তুলতে হবে।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য একটা বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কেমন ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লব ও ছাত্র জনতার গণ অভ্যুত্থান এর সময়ে ইলেকট্রনিক মিডিয়া কোনও কিছুই প্রচার করেনি।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here