বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Homeঅন্যান্যআর হয়না দেখা যুগেরও অধিক কাল

আর হয়না দেখা যুগেরও অধিক কাল

নুর এমডি চৌধুরী || কবি ও সাহিত্যিক

আর হয়না দেখা যুগেরও অধিক কাল
নদীর বোকজুড়ে অবারিত সবুজ শেওলার
দলবাঁধা বুনোহাঁস, মাছরাঙা পাখি কিংবা
উড়ো উড়ো সুতো ছেঁড়া ঘুড়িটার টানে
ছুটে যেতাম ঝারকাটা নদীর ধারে।
নদীও তার দু’কোল ছাপিয়ে মৃদু জলহাওয়া
বাতায়ন দোলে দিতো আমাদের গায়
আমরাও মিশে যেতাম জলধারায়, জলহাওয়ায়।
নদীর পাড় ঘেষে বেড়ে উঠা কাশবনগুলো
প্রজাপতি,শঙ্খচিল, মাছরাঙা পাখি,
উপরের নীলাকাশ
দেখে দেখে মুগ্ধ হতাম। সন্ধ্যে পেরিয়ে যেতো
কখনও ঝড়হাওয়া, কখনও মুষলধারের বৃষ্টিতে
প্রবল বাতাসের বেগকে উপেক্ষা করে
ফিরতাম-সেই চিরচেনা মেঘ, সেই বর্ষার বেগ,
সেই মাছ রাঙা পাখির দল, শঙ্খচিলের পাল
আর হয়না দেখা-যুগেরও অধিক কাল।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here