রাতের মধ্যেই দেশের ১০ জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
সোমবার (৭ অক্টোবর) রাত ১২টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এ পূর্বাভাস দিয়েছেন।
পূর্বাভাস অনুযায়ী বলা হয়, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের পর থেকে ভোর ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ১০ জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা রয়েছে।
বৃষ্টির সম্ভাব্য জেলাগুলো হলো- রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, কুষ্টিয়া।
এদিকে ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কয়েকদিনের মধ্যেই বিদায় নিতে পারে মৌসুমি বায়ু। তবে শেষ সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টিপাত হতে পারে।