মানুষ আজকাল খিব ব্যস্ত হয়ে পড়েছে। আর এই ব্যস্ততার পেছনে অসংখ্য কারণের পাশাপাশি তথ্য প্রযুক্তির কিছুটা অবদান একেবারেই অস্বীকারকরার কোন উপায় নেই।
জীবনের প্রয়োজনে কেনাকাটা এটা জীবনের সাথে মিশে গেছে। কেনাকাটা বিহীন জীবন যেন একেবারেই স্থবির।
মানুষের বিশেষ করে ঢাকা শহরের মানুষগুলোর কথা বলছি। যারা সংসার চালনার দায়িত্ব নিয়েছেন কি মেয়ে কি ছেলে যেন নিঃশ্বাস ফেলার সময় নাই। সপ্তাহে সব দিন মার্কেটে যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া হয়ে উঠেনা। ঢাকা শহরের অনেক মানুষ কেনাকাটার জন্য সপ্তাহে শুক্রবার অথবা শনিবার অফিস বন্ধের দিনটিকে বেছে নেওয়া হয়।
ঘরে যিনি দ্বায়িত্বপ্রাপ্ত তিনি সপ্তাহব্যাপী কাগজে কলমে নোট করেন কার কি লাগবে। সপ্তাহ শেষে সুন্দর শোয়ার সময় গৃহকর্তার হাতে কাগজটা ধরিয়ে দেন গৃহকর্তী । গৃহকর্তার সারা রাতের ঘুম দিলো হারাম করে। যাও একটু বিশ্রাম নেয়া যেতো কাগজে চোখ মিলাতেই বিশ্রাম, ঘুম ততক্ষণে সদরঘাট পাড়ি দিয়ে কেরানীগঞ্জ রাস্তার মাথা ছাড়িয়েছে।
এই হলো ঢাকা শহরে বাস করা অধিকাংশ মানুষের বাস্তব জীবন। তবু ছাড় নেই যার যা নোট করে দেওয়া হয়েছে শনিবারের মধ্যেই চাই। আপনার অনিচ্ছায় হলেও সকালে মার্কেটে যাওয়া চাই। তাও আবার এক মার্কেটে সব পাওয়া যায়না। এ জন্য বলছি আপনার সময়ের খুব দাম। একটুও যেন সময় অপচয় না হয় জেনে রাখুন শুক্রবার কোন কোন মার্কেট বন্ধ থাকছে সারাবেলা।
যেসব মার্কেট বন্ধ থাকছে শুক্রবার দিনটিতেঃ
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।
শুকবার দিনটিতে ঘুরতে যেসব এলাকায় যাবেন নাঃ
বিজয় স্মরণীতে অবস্থিত সামরিক জাদুঘর। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকলেও কিন্তু বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। এ ছাড়াও শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।