বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Homeগণমাধ্যমকি ভাবছেন মেহজাবীন, দেশের এই আলোচিত অভিনয় শিল্পী নিজেকে নিয়ে

কি ভাবছেন মেহজাবীন, দেশের এই আলোচিত অভিনয় শিল্পী নিজেকে নিয়ে

ডেস্ক রিপোর্ট

মেহজাবীন চৌধুরী একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

মেহজাবীন চৌধুরী রিসেন্টলি নিজেকে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করছেন। তার প্রথম সিনেমার নাম ‘সাবা’। ছবিটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। গত ২১ ফেব্রুয়ারি বুধবার বিশেষ দিনে সিনেমার প্রথম পোস্টার প্রকাশের সঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন খ্যাতিমান এই অভিনেত্রী মেহজাবীন। ১৪ বছর আগের এই দিনেই তিনি আত্মপ্রকাশ করেছিলেন নাটকে।

কেমন আছেন দেশের এই গুণী অভিনয় শিল্পী। তিনি কি ভাবছেন নিজেকে নিয়ে তা জানার কৌতুহল হলে ঘুরে আসা হয় তার ফেইসবুক আইডিতে

তিনি তার ফেইসবুক আইডিতে নিজের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে লিখেন ইংরেজিতে

I was born a good listener. I listen to every person I encounter on a daily basis. Sometimes, when two strangers are talking nearby, I guiltily try to overhear them—not because I want to intrude, but because I enjoy learning how beautifully different each person is. To me, listening is much more important than hearing and far more important than speaking. I speak less because nothing I say will teach me anything, but listening surely will.

যার বাংলা অনুবাদ

আমি একজন ভাল শ্রোতা হয়ে জন্মেছি। আমি দৈনন্দিন ভিত্তিতে সম্মুখীন প্রত্যেক ব্যক্তির কথা শুনি। কখনও কখনও যখন দু’জন অপরিচিত লোক কাছাকাছি কথা বলছে, আমি অপরাধবোধে তাদের কথা শোনার চেষ্টা করি। আমি অনুপ্রবেশ করতে চাই বলে নয়, কিন্তু প্রত্যেক ব্যক্তি কতটা সুন্দরভাবে আলাদা তা শিখতে আমি উপভোগ করি। আমার কাছে শোনা থেকে শোনা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কথা বলার চেয়ে শোনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি কম বলি কারণ আমি যা বলি তা আমাকে কিছু শেখাতে পারবে না, কিন্তু শুনলে অবশ্যই শিখি অনেক কিছু।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here