জয়া আহসান একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, প্রযোজক এবং প্লেব্যাক গায়ক। জয়া আহসান কর্মজীবন শুরু করেন একজন মডেল হিসেবে এবং পরবর্তীতে একজন দক্ষ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেও নিজেকে উপস্থাপন করেন বড় পর্দার অঙনে।
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতে আছেন দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার শারজায় ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে ম্যাচে পরিবারসহ মাঠে ছিলেন তিনি। নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হারলেও মেয়েদের খেলার দারুণ প্রশংসা করেন জয়া।
অভিনেত্রী জয়া আহসান বরাবরই তার কাজ নিয়ে আলোচনায় তুংগে থাকেন। ব্যক্তিগত জীবনে তিনি কোন অশালীন কর্মকান্ডে নিজেকে জড়ান নাই। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পুরোটা সময়টা জুড়েই তিনি চুপচাপ ছিলেন।
এক সাক্ষাৎকারে ক্রিকেট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান জয়া। সঙ্গে শুভকামনা জানিয়েছেন বিপিএলের ঢাকা ক্যাপিটালসের মালিক চিত্রনায়ক শাকিব খানকে।
তবে শাকিব খানের দলের জন্য শুভকামনা জানিয়েছেন জয়া। অভিনেত্রীর কথায়, ‘যেহেতু ঢাকা টিমের মালিকানায় শাকিব আছে। অবশ্যই আমি শুভকামনা জানাই।’