চাকরি স্থায়ী করার দাবিতে ফের শাহবাগে অবরোধ
আজ শনিবার (১৯অক্টোবর) ফের শাহবাগে চাকরি স্থায়ী করার দাবিতে অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে তাঁরা অবরোধ শুরু করেছেন। এ কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়।
অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন বলে সুত্রে জানিয়েছেন।
অবরোধ কারীদের অভিযোগ , টেন্ডার জটিলতায় কর্মরত অনেকের চাকরি চলে যায়, বছর শেষে জুন মাসে নবায়ন করার নামে বিপুল অঙ্কের ঘুষ দাবি করা হয়, ঘুষ না দিলে চাকরি চলে যায়। এ ছাড়া প্রতি মাসে বেতন না পাওয়া, কখনো কখনো পাঁচ থেকে ছয় মাস আবার এক থেকে দুই বছরও বেতন বকেয়া থেকে যায় ফলে এসব চাকুরী জীবিদের জীবন যাপনে পরিবার পরিজন নিয়ে ব্যপক সমস্যার সন্মোখীন হতে হয়।