রোনাল্ড পিয়ার্স এলি (২১ জুন, ১৯৩৮- সেপ্টেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৪) একজন আমেরিকান অভিনেতা এবং ঔপন্যাসিক ছিলেন। এলি ১৯৬৬-১৯৬৮ এনবিসি সিরিজ টারজানে টারজান চরিত্রে অভিনয় করার জন্য এবং ডক স্যাভেজ: দ্য ম্যান অফ ব্রোঞ্জ (১৯৭৫) চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত।
টারজান’ খ্যাত জনপ্রিয় এই অভিনেতা রন এলি মারা গেছেন। ষাটের দশকে টেলিভিশন শোতে টারজান চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি লাভ করেন তিনি। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৮৬ বছর। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত ‘টারজান’ ছবি খ্যাত হলিউড তারকা জো লারা। শনিবার সকাল ১১টায় বিমান দুর্ঘটনার খবর আসে। তাঁর সঙ্গে বিমানে থাকা আরো সাত যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একটি চাটার্ড বিমানে সস্ত্রীক ছিলেন হলিউডের টারজান।
রিডার পাল্ম বিচ থেকে রওনা দিয়েছিল ওই চাটার্ড বিমান। জানা গেছে, আমেরিকার নেশভাইল শহরের এক হ্রদে যাত্রীসহ ভেঙে পড়ে সেটি। বিমানের সকল যাত্রীরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
উদ্ধারকারী দল রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) জানিয়েছে, ছোট জেট বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে এটি। বিমানটিতে মোট সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর পরই ওই লেকে উদ্ধারকাজ শুরু হয়।
আরসিএফআর আরো জানায়, কেউ বেঁচে নেই। লাশগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
জো লারা ‘টারজান’ ছবি ও ধারাবাহিকে কাজ করেই জনপ্রিয়তা পান। ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ইন ম্যানহাটন’-এ অভিনয় করেন।
এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান : দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’-এ কাজ করেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সালে এটি প্রচারিত হয়েছিল।