নির্বাচনের জন্য ছাত্র-জনতার আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করছেন রাজনৈতিক নেতারা। কিছু পক্ষ বসে আছেন ক্ষমতার প্রত্যাশায়। আমরা বলবো ‘আমাদের সন্তানদের আত্মত্যাগকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে নির্বাচনের নামে।’
সোমবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আলোচনা সভায় বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির (বিসিআরএস) উপদেষ্টা শেখ মহিউদ্দিন আহমেদের বক্তব্য কালে তিনি এসব কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেন এবং সঞ্চালনা করেন বিসিআরএসর নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম।
শেখ মহিউদ্দিন আহমেদ বলেন, এখনও বিপ্লবী সরকার হয়নি। আজকের এই সংকটে বিপ্লবের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত থাকুন। এলিটরা ক্ষমতা কুক্ষিগত করেছে।
যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে তারাই ক্ষমতায় আছে উল্লেখ করে তিনি বলেন, অতি সন্নিকটে আমাদের একটি দুর্যোগ অপেক্ষা করছে। বিপ্লবের প্রথম ধাপ সশস্ত্র বাহিনী জনগণের সমর্থনের জন্য সময় গুনছেন।
তিনি স্পষ্ট করে বলেন, সংস্কারের আগে কারও হাতে দেশ দেওয়া যাবে না। প্রথমে বিদ্যমান সংবিধানকে ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করে তা গণভোটের মাধ্যমে পাশ করাতে হবে। আইন হবে মানুষের জন্য, সব পক্ষের মানুষের মতামত থাকবে।