বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Homeঅন্যান্যরাওয়া বই মেলা-২০২৪ এ লেখিকা নাজনীন তৌহিদ এর সাফল্য

রাওয়া বই মেলা-২০২৪ এ লেখিকা নাজনীন তৌহিদ এর সাফল্য

নুর এমডি চৌধুরী || সম্পাদক, বার্তা বাংলাদেশ ২৪ ডটকম

দুই দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর মহাখালিতে অবস্থিত রাওয়া ক্লাবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের কল্যাণ সংস্থা রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) শুক্রবার এবং শনিবার (২২ ও ২৩ নভেম্বর) এই মেলার আয়োজন করে।

বইমেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘লেখালেখি ও সাহিত্যচর্চা মানুষের মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা তাদের জীবনের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি লেখার মাধ্যমে তুলে ধরছেন, যা নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয়।’

বরাবরের মত এবারও রাওয়া বই মেলায় রান্নাবান্না ভ্রমণ, গল্প, উপন্যাস ও শিশুতোষ মিলিয়ে মোট ১৮ টি বই নিয়ে উপস্থিত ছিলেন লেখিক নাজনীন তৌহিদ। তিনি জাগো নারী ফাউন্ডেশনের একজন সম্মানিত কো- চেয়ারম্যান। লেখিকা নাজনীন তৌহিদ রাওয়া বইমেলা সম্পর্কে দুই দিন আগে নিজের ফেইসবুক আইডিতে সু সংবাদ পেয়ে আনন্দ চিত্ত মনে লিখেন:

“হাই দারুণ সুখবর আমার! কিছুক্ষণ আগে জানলাম আমার লেখা শিশুতোষ গল্প গ্রন্থ “দুষ্টু বাঘ ও দুঃখী ছানাপোনার গল্প ” সংস্কৃতি মন্ত্রণালয় সিলেক্ট করেছে। ৮০ কপি বই নিচ্ছে তারা। ভিন্নমাত্রা প্রকাশন থেকে ৩০টি বই জমা দেয়া হয়েছিল ২টি সিলেক্ট হয়েছে যার মধ্যে আমার বইটি প্রথম হয়েছে। বলে রাখা ভালো এবারের ২০২৪ এর একুশে বই মেলায় ভিন্নমাত্রা প্রকাশনী থেকে আমি বেস্ট সেলার হয়েছি, প্রথম হয়েছি।অর্থাৎ শিশুদের এই গল্প গ্রন্থ “দুষ্টু বাঘ ও দুঃখী ছানাপোনার গল্পই বেস্ট সেলার।এবছর আর্মি লাইব্রেরীতেও ৫০ টি বই গিয়েছে। শিশুদের নিয়ে আমার অনেক দূর যাবার ইচ্ছে, ভালো বই লেখার ইচ্ছে। সবাই দোয়া করবেন আমি যেন ভালো ভালো বই লিখতে পারি। রান্নাবান্না ভ্রমণ, গল্প, উপন্যাস ও শিশুতোষ মিলিয়ে আমার ১৮ টি বই। আগামীকাল দু দিন ব্যাপী রাওয়া বইমেলাতে সবাইকে আমন্ত্রণ। আমার বইয়ের সব প্রকাশকের কাছে আমি কৃতজ্ঞ বিশেষ করে ভিন্নমাত্রা প্রকাশনীর চেয়ারম্যান জনাব মাসুম বিল্লার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও ধন্যবাদ জ্ঞাপন করছি।তাঁর মাধ্যমে আরো ভালো ভালো লেখা আসবে ইনশাল্লাহ।”

রাওয়া বইমেলার শেষ দিনে লেখিকা নাজনীন তৌহিদ তার ফেইসবুক আইডিতে পূনরায় লিখেন:

“না ছবির ভদ্রলোক এবার ছিলেন না। তবে না থেকেও এবার বই মেলায় আমাকে বিট করে গেছেন। কী দুঃসাহস আমার তাঁকে ছাড়িয়ে যেতে চাই! বলছি দুদিন ব্যাপী ২২ ও ২৩ নভেম্বর আয়োজিত রাওয়া বই মেলার কথা। ২০১৪ সাল থেকে প্রতিবছর আমাদের রাওয়া সদস্য লেখক এবং বাইরের কিছু জনপ্রিয় প্রকাশনা নিয়ে রাওয়া বই মেলা অনুষ্ঠিত হয়। মিলেটারি অফিসাররা যেমন অস্ত্র হাতে নিতে জানেন তেমনি কলমও ধরতে জানেন, বরাবর তারা এই প্রমাণ রেখে আসছেন। রাওয়া লেখকদের মধ্যে এর আগের বছর বেস্ট সেলার হয়েছিলাম আমি নাজনীন তৌহিদ। এবার বেস্ট সেলার হলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন( অব)। প্রকাশনা সংস্থা হিসেবে মেজর কামরুল(অব) বারবার শীর্ষ থাকছেন। ছবিটি আগের বইমেলার।আমি নাজনীন তৌহিদ, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন (অব) এবং ফারাহ আজাদ দোলন(আমাদের কোর্সমেট মেজর জেনারেল ফখরুদ্দিন ভাই এর মিসেস)।

লেখিকা নাজনীন তৌহিদ লেখালেখির পাশাপাশি একজন ভালো সংগঠকও। তিনি জাগো নারী ফাউন্ডেশনের একজন সম্মানিত কো- চেয়ারম্যান এর দায়িত্বে আছেন।

তার এই সাফল্য খুশি হয়েছেন জাগো নারী ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন আমেরিকার প্রবাসী মাদার তেরেসা খ্যাত নূর উন নাহার মেরী। অত্র জাগো নারী ফাউন্ডেশনের কার্যকরী নির্বাহী পরিষদের পক্ষ থেকে লেখিকা নাজনীন তৌহিদকে জানানো হয়েছে ফুলেল শুভেচ্ছা।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here