শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Homeচাকরীর খবরপ্রতীক্ষার পরাজয়

প্রতীক্ষার পরাজয়

নুর এমডি চৌধুরী || কবি ও সাহিত্যিক

আঙিনার পরে চিকচিক করে একফালি চাঁদের আলো
আমি কূড়াই আঁচল ভরে রাখি যতন করি
আহা! তোমার স্পর্শরা কত যে ভালো!

বেলী ফুল ঝরে ডালায় ডালায় ভরে গাথি মালা রোজ
এলেনাতো আর দিলেনাতো দেখা
নিলেনা শতাব্দীতেও কোন খোজ!

পথের কিঞ্চিত দেখা পথেই করেছ শেষ কিন্তু দ্যাখো আমি
যুগযুগ প্রত্যাশারত চাতকিনী আশাহত কষ্ট কতখানি
জানি শুধু আমি আর জানেন অন্তর্যামী।

কত রঙ এলো গেলো আমি রাঙিনি রঙে রঙে রঙ্গিন আলাপন
কি দুর্লভ তুমি প্রতিদিন এই আমি প্রহর গুনেছি শুধু
জানিনা কি যাদু বলে কেড়েছিলে মন।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here