বেগম রোকেয়া এক মহীয়সী নারীর নাম
আজ ৯ ডিসেম্বর ‘বেগম রোকেয়া দিবস’। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া রংপুর জেলার মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামের জহিরউদ্দিন মুহম্মদ আবুল আলী হায়দার সাহেবের ও রাহাতুন্নেসা চৌধুরানীর ঘরে ১৮৮০ সালে জন্ম গ্রহণ করেন।
বাবা জহিরউদ্দিন মুহম্মদ আবুল আলী হায়দার সাহেব একজন উচ্চ শিক্ষিত হয়েও মুসলিম সমাজের রীতি অনুযায়ী মেয়েদের শিক্ষার দ্বার রূদ্ধ করে রেখেছিলেন।
বেগম রোকেয়ার দুই ভাই আবুল আসাদ ইবরাহীম এবং খলিলুর রহমান আবু জাইগাম ও দুই বোন করিমুন্নেসাএবং হুমায়রা।
রোকেয়ার পরিবারে পর্দা প্রথার এতই কড়াকড়ি ছিল যে, আত্মীয় পুরুষতো দূরের কথা বহিরাগত নারীদের সামনেও মেয়েদের পর্দা করতে হতো। নারী শিক্ষার সুযোগ বলতে ছিল শুধু কোরআন তেলাওয়াত শিক্ষা ও উর্দু শিক্ষা।মহিয়শী নারী “বেগম রোকেয়া সাখাওয়াত “এর আজ শুভ জন্মদিন ।
আজ হতে ১০০ শত বৎসর পূর্বে মুসলিম সমাজের পশ্চাত্পদ ঘুনেধরা সমাজ ব্যবস্হার মধ্যে থেকেও কি ভাবে “বেগম রোকেয়া সাখাওয়াৎ” এই বৈশ্বিক মানের নারীবাদী চৈতন্য অর্জন করলেন ,তাইতো প্রাশ্চাত্যের কাছে তিনি এক বড রকমের বিশ্ময়।
বেগম রোকেয়া সাখাওয়াত ই বাংলার প্রথম নারী বাদী ব্যক্তিত্ব। তিনি একজন সশিক্ষিত নারী
মুসলীম নারী জাগরনের অগ্রদূত , ও নারীর অধিকার আন্দলনের অন্যতম পথিকৃত।
আমি নূরউন নাহার মেরী ব্যাক্তিগত জীবনে বেগম রোকেয়া সাখাওয়াত যিনি একজন নারী জাগরণ ও নারী অধিকার আন্দলনের অন্যতম পথিকৃত সেইসাথে মাদার তেরেসা এই দুই মহিয়সী নারীর সারাজীবন আর্তমানবতার সেবায় নিজেকে অকাতরে বিলিয়ে দিয়ে গেছেন নিজেকে শান্তির তরে, জাগরণের তরে, মানবতার তরে প্রেম ও সেবার তরে।
এই দুই মহিয়সী নারীর আদর্শ ও জীবন দর্শন কৈশর বেলা হতেই আমার সমগ্র আত্মা , আমার সমস্ত সত্ত্বা ও জীবন বোধের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করে চলেছে আজোবধি।
যার ফলোশ্রুতিতে আমার চিন্তা চেতনার ধারক ও বাহক হিসেবে গড়ে তুলেছি –
জাগো নারী ফাউন্ডেশন
যতদিন এই ধূলোর ধরণীতে বেঁচে থাকবো আমি বিশ্বখ্যাত এই দুই মহিয়সী নারী যাঁরা সমগ্র বিশ্ববাসীর নিকট সুপরিচিত ,আলোচিত ও নন্দিত মুখ তাদের আদর্শ ও জীবন দর্শন আমার চেতনার গভীরে ধারন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তা পালন করে যাওয়ার ঐকান্তিক প্রয়াশে আত্ম নিবেদিত আছি এবং থাকবো এ আমার দৃঢ প্রত্যয়, প্রত্যাশা ও প্রতিজ্ঞ্যা আমি। সবাই ভালো থাকুন, সুস্হ্য থাকুন ও নিরাপদ থাকুন নিরন্তর।
Noorun Nahar
Chairperson
Jago Nari Foundation