বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Homeঅন্যান্যআসছে নতুন রাজনৈতিক দল 'বিপ্লবী ছাত্র পরিষদ, নেতৃত্বে থাকবেন যারা

আসছে নতুন রাজনৈতিক দল ‘বিপ্লবী ছাত্র পরিষদ, নেতৃত্বে থাকবেন যারা

অবশেষে আলোচনা সমালোচনা নানামুখী কথা উড়িয়ে দিয়ে প্রকাশ হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক দল।

যার নেতৃত্বে থাকবেন ছাত্ররা। দলটির নাম ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবে শামিল থাকা বিপ্লবীদের গড়া এটিই প্রথম রাজনৈতিক দল হবে বলে সুত্রে জানা গেছে।

সুত্রে আরও বলা হয়, সংগঠনটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হাসান আরিফ। হাসান আরিফ জানান, সোমবার বাদ আছর মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আহত মুক্তিযোদ্ধা এবং চব্বিশের ছাত্র-শ্রমিক-জনতার বিপ্লবে শহীদ এবং আহতদের মাগফিরাত, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ঢাকা কেন্দ্রীয় মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়ার আয়োজন করেছি আমরা।

মিলাদ-দোয়া শেষে জাতীয় বিপ্লবী পরিষদের আহবায়ক কমিটি ঘোষণা করা হবে। এরমধ্য দিয়ে জুলাই-আগস্ট বিপ্লবীদের নতুন এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে বলে তিনি নিশ্চিত করেন।

জানা গেছে, ইতোমধ্যে এই রাজনৈতিক দলের ছাত্রসংগঠন ‘বিপ্লবী ছাত্র পরিষদ’ গঠিত হয়েছে। বিপ্লবে জড়িতদের একটি অংশ গত ২৯ সেপ্টেম্বর এই ছাত্র সংগঠনটি গড়ে তোলেন। কেন্দ্রীয় আহবায়ক কমিটিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। ছাত্র সংগঠনটি বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক কর্মসূচিও পালন করছে।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here