বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Homeঅন্যান্যবিনা পারিশ্রমিকে ফতেহ আলীর কনসার্টে উপস্থাপনা করবেন দীপ্তি

বিনা পারিশ্রমিকে ফতেহ আলীর কনসার্টে উপস্থাপনা করবেন দীপ্তি

ডেস্ক রিপোর্ট

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের জন্য গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশে আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট অনুষ্ঠিত হবে। ওই কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন পাকিস্তানি বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান। আর একই কনসার্টে বিনা পারিশ্রমিকে উপস্থাপনা করবেন আলোচিত দীপ্তি চৌধুরী।

ফতেহ আলী ছাড়াও ওই কনসার্টে দেশের শিল্পীরা গান পরিবেশন করবেন। আয়োজক স্পিরিট অব জুলাই কর্তৃপক্ষ জানায়, ছাত্র-জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য এই কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে।

এদিকে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট উপস্থাপনার বিষয়ে দীপ্তি বলেন, এটি শুধু কনসার্ট নয়, এখান থেকে অর্জিত অর্থ যাবে জুলাই বিপ্লবে আহতের সহায়তায়। এই আয়োজনে আমি কোনো পারিশ্রমিক নিচ্ছি না। এতে করে কাজটির মাধ্যমে এই মহতী উদ্যোগের অংশীদার হতে পারবো বলে মনে করি।

এর আগে একাধিক বহু কনফারেন্স কিংবা শো-এর উপস্থাপনা করলেও আন্তর্জাতিক কনসার্টে প্রথম উপস্থাপনা করতে যাচ্ছেন দীপ্তি চৌধুরী।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। আগামী ২১ ডিসেম্বর বসবে জমকালো এ গানের আসর।

কনসার্টে আরও গান গাইবে জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here