ফুঁ দিচ্ছে হিমেল হাওয়া বাড়ছে শীতের বোধ
দেখছি বসে তোর পিঠে ওই হেলান দেওয়া রোদ
রোদ পোহানো ছেলে রে তুই রোদ পোহানো ছেলে
আমার দিকে তাকাস কেন দুষ্টু দু-চোখ মেলে
ভীষণ রকম আনাড়ি তুই ভীষণ রকম বোকা
কিচ্ছুটি নেই মাথার ভেতর শুধুই প্রেমের পোকা
লাজ-লজ্জার মাথা খেয়ে প্রতিদিনই আসিস
বোঝাতে চাস আমাকে তুই অনেক ভালো বাসিস।
দুপুর শেষে বসিস যখন কলাই ক্ষেতের আলে
খেজুর রসের গুড়ের মতো রোদ পড়ে তোর গালে
আমিও তখন বারান্দাতে চুল শুকোতে আসি
পুলিশ-চোখে পাহারা দেয় আমার সেজো মাসি
চিতই পিঠা বানিয়েছিলাম কোচড় ভরা আছে
ভাবছি এখন কেমন করে পাঠাব তোর কাছে!
পিঠা না হয় আমিই খাব, দূর থেকে তুই দ্যাখ
শালের ভেতর প্রেমের খাতায় শীতের কাব্য ল্যাখ।