শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Homeআইন-অপরাধহেলিকপ্টারে ঢাকায় আনা হলো সাবেক বিচারপতি মানিককে

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো সাবেক বিচারপতি মানিককে

ডেস্ক রিপোর্ট

ভারতের পথে অবৈধভাবে পালানোর সময় সিলেটের কানাইঘাটের দনা সীমান্তে আটক হন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তাকে র‌্যাবের হেলিকপ্টারে করে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) বিকেল ৪টার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বিমানবন্দর নিয়ে যাওয়া হয়।

তাকে ঢাকায় পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের কারা উপমহাপরিচালক (ডিআইজি প্রিজন) মো. ছগির মিয়া। তিনি বলেন, ‘আজকে (মঙ্গলবার) উনার সিলেটের আদালতে হাজিরা ছিল।

আগামীকাল আবার ঢাকায় আদালতে হাজিরা আছে। আমরা সড়কপথে হয়তো তাকে ঢাকায় পাঠাতাম। কিন্তু সরকার নিরাপত্তার দিক বিবেচনায় নিয়ে হয়তো র‌্যাবের হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে।’

বিকেল ৪টার দিকে তাকে পুলিশ বুঝে নেয় জানিয়ে তিনি বলেন, ‘এরপর তাকে কখন বিমানবন্দরে নেওয়া হয়েছে, সে তথ্যই ছিল না আমাদের কাছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৪ আগস্ট সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত পালানোর চেষ্টা করছিলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। সীমান্ত অতিক্রমকালে তাকে গ্রেপ্তার করে বিজিবি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। ৫৪ ধারায় গ্রেপ্তার ওই দিন বিকেলে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পাসপোর্ট আইনে মানিকের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা করা হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মানিককে সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে পুলিশ সিলেটের কানাইঘাট থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে বিচারক মানিককে গ্রেপ্তারের নির্দেশ দেন।

অন্যদিকে শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী আদালতে এই মামলায় জামিন আবেদন করলে সেটি মঞ্জুর করেন আদালত। তবে অন্যান্য মামলা থাকায় তিনি কারাগারেই থাকছেন।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here