শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Homeচাকরীর খবর৯২২ সিনিয়র অফিসার নিয়োগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৯২২ সিনিয়র অফিসার নিয়োগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট

৮টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ পদে ৯২২ জন নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। মৌখিক পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৮৬৭ জন প্রার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

মৌখিক পরীক্ষা হবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে (মতিঝিল, ঢাকা)। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র দিয়েই মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

মৌখিক পরীক্ষার আগে যেসব কাগজপত্র জমা দিতে হবে :
১. পরিচালক (বিএসসিএস) ও সদস্যসচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ পদে আবেদনের সমর্থনে দলিলাদি জমাদান বিষয়ে প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত নিজ হাতে লিখিত আবেদনপত্র।
২. সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

৩. সংশ্লিষ্ট পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র।
৪. আবেদনে উল্লেখিত স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক সাম্প্রতিক সময়ে ইস্যুকৃত জাতীয়তা সনদ বা নাগরিক সনদ (বিবাহিত নারী প্রার্থীরা তাঁদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন।
৫. শহীদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার সন্তান কোটার প্রাপ্যতার সপক্ষে প্রমাণক দলিলাদি।
৬. ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার প্রাপ্যতার সপক্ষে প্রমাণক দলিলাদি।

৭. শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের কোটার প্রাপ্যতার সপক্ষে প্রমাণক দলিলাদি।
৮. চাকরিরত প্রার্থীর নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।
মৌখিক পরীক্ষার সময়সূচি পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd)।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here