বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Homeজাতীয়সপ্তাহের ৭ দিনই অর্ধেক ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা

সপ্তাহের ৭ দিনই অর্ধেক ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট

গণপরিবহনে শিক্ষার্থীদের চলাচলে এখন থেকে সপ্তাহে ৭ দিনই হাফ পাস বা অর্ধেক ভাড়া নেওয়া হবে। আজ সোমবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই খবরটি নিশ্চিত হওয়া গেছে।

সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি আরও জানান, প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দেওয়ার এই সুবিধা পাবেন। এজন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে।

মালিক সমিতি ও নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) যৌথ বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের হাফ ভাড়া ও পরিবহনখাতের বিভিন্ন সমস্যা নিয়ে শনিবার (২২ সেপ্টেম্বর) সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। সেখানেই সপ্তাহে পাঁচ দিনের বদলে সাত দিনই হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত হয়। গণআন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে এ সিদ্ধান্ত নেন মালিক সমিতির নেতারা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১ ডিসেম্বর সপ্তাহে পাঁচ দিন (শুক্র-শনিবার ব্যতীত) শিক্ষার্থীদের হাফ পাস চালু করেছিল। সময় ছিল সকাল ৮টা থেকে রাত ৮টা।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here