শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Homeসাহিত্য সংস্কৃতিডুলহাজারায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীর গুলিতে লে. তানজিম ছরোয়ার নিহত

ডুলহাজারায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীর গুলিতে লে. তানজিম ছরোয়ার নিহত

কক্সবাজার সংবাদদাতা

গতককাল সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কক্সবাজার চকরিয়ার ডুলহাজারা ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলাকালীন সময়ে সন্ত্রাসীদের হামলায় কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নিহত হয়েছেন।

উক্ত ঘটনায় মর্মান্তিকভাবে আহত সারা দেশের মানুষ। দেশের ক্লান্তি লগ্নে যাদের অবদান অনস্বীকার্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার মুহুর্মুহুর মৃত্যু নিশানকে মানবিক আর দেশ প্রেমে উদবুদ্ধ হয়ে নীরব ভুমিকা পালনের মধ্য দিয়ে দেশটাকে রক্ষার যারা নেপথ্য কারিগর আজোও যাদের অভিযান অব্যহত দেশ মুক্তির সংগ্রামে তারা আজ নানা ভাবে অপদস্ত এমনকি মৃত্যুবরণ পর্যন্ত করছেন। তারা দেশের সূর্য সন্তান। তারা মুক্তি যোদ্ধা।

উক্ত ঘটনায় মর্মাহত হয়ে বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন তোমাকে স্যালুট বাবা। দেশের জন্য প্রাণ দিতেই সৈনিক জীবনে ব্রত হয়েছো। দেশ মাতৃকার সেবায় প্রমাণ করেছ তুমিএকজন সত্যিকারের দেশপ্রেমিকআদর্শ সৈনিক।

আসিফ আকবর আরও লিখেছেন, একজন সেনা অফিসারকে দুর্বৃত্তরা হতত্যার মত জঘন্যতম অপরাধ করার সাহস এরা পায় কোথা থেকে। তিনি সন্ত্রাসীদের সব তথ্য দ্রুততার সহিত সংগ্রহ করেবিচারের কাঠগড়ায় দাড় করাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ ভাবে অনুরোধ জানান । পুরো দেশ থেকে এদের উৎখাত করতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী আর ছাত্রজনতা মিলে সারা দেশ থেকে এদের খুঁজে বের করে এনে শিকড়সহ উপড়িয়ে ফেলতে হবে। এটাই হোক শপথ। হলে এবার, নইলে নেভার! লে. তানজিম তোমার আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ তোমার পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে তাকে কক্সবাজার নেয়ার পথে তিনি মারা যান।

ওসি মনজুর কাদের ভূঁইয়া আরও বলেন, সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়। নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

রামু ক্যান্টনমেন্টের এক সেনা অফিসারের বরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহর ফেসবুকে পোস্ট থেকে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের খোঁজে অভিযানে গিয়েছিলো সেনা বাহিনী। এ সময় সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে তানজিমের শরীরে গুলি লাগে। একই সঙ্গে চোখে গুলি লেগে খুলি দিয়ে বের হয়ে যায়।

অন্য এক সুত্রে জানা যায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে লে. তানজিম এর প্রচুর রক্তক্ষরণ হলে প্রথমে তাকে ফিল্ড হাসপাতালে পরে অবস্থা বেগতিক দেখে সিএমএইচে নেওয়ার সীদ্ধান্ত হয়। কিন্তু পথিমধ্যেই তিনি মারা যান।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here