শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Homeবিনোদনএবার ফিফার পেজে রাফার গান

এবার ফিফার পেজে রাফার গান

ডেস্ক রিপোর্ট

কিছুদিন আগে ফিফা ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ‘যাদুর শহর’ গানের কয়েকটি লাইন প্রকাশ করা হয়। এবার আন্তর্জাতিক ফুটবল সংস্থাটি তাদের রিলে ব্যবহার করেছে রায়েফ আল হাসান রাফার জনপ্রিয় গান ‘আমি আকাশ পাঠাব’।

ফিফা ওয়ার্ল্ড কাপের পেজ থেকে রিলটি শেয়ার করে রাফা লিখেছে, ‘আমাদের গান ফিফার চ্যানেলে! বাংলাদেশি ব্যান্ডের জন্য এটি গর্বের মুহূর্ত। এটি বাংলাদেশের জন্য।’

রিলসটি ‘পাবলিক’ নয়, ‘কাস্টম’ হিসেবে পোস্ট করেছে ফেসবুক পেজটি। এর মানে, বাংলাদেশসহ নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থেকে এটি দেখা যাবে।

ফিফা ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে ‘আমি আকাশ পাঠাব’ শুনে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রিলসে এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। তিন হাজারের বেশি মন্তব্য ও সাড়ে ছয় হাজারের বেশিবার রিলসটি শেয়ার হয়েছে।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here