শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Homeবিশেষ সংবাদদুঃখ একটাই

দুঃখ একটাই

কবিতা কস্তা II কবি ও সাহিত্যিক

দুঃখ তো একটাই,
তোমাকে রাখতে গিয়ে
হারিয়েছি স-অ-ব
তোমাকে বাঁধতে গিয়ে ছাড়িয়েছে সবাই,
এ বুকের বাঁধন
তোমারি যুদ্ধে লরতে গিয়ে
বিধ্বস্ত হয়েছি শত-সহস্র বার

অথচ,
তাকে কি দু্র্বলতা ভেবে করে যাচ্ছো গোপন!
শয়নে-স্বপনে বাঁধিছো ব্যস্ততা-ভূষণ।
অভিমানী মনের মুর্ছনা যখন ধৈর্য হারাতে বসে
মুখটি ফেরাবে অতল গহীনে
নাকি দিগন্ত ম্লানে!
কে তা জানে?

সন্দেহ নেই আমার মনে
তুমি সতত ধ্যান,
ছিলে-আছো-থাকবে অনর্গল।
বুঝতে পারবে অধরা নয়নে
ভরবে যখন জল!

ভুল যতোটা অলক্ষ্যে গোচরে,
রচোনা সংবিধান!
ক্ষুদ্র আমি, নগন্য ব্রত
অলক্ষ্যে দিয়ে যদি ক্ষত
অব্যাহতি দরবার করো গ্রথিত।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here